৭ ম্যাচ পর অবশেষ এল ক্লাসিকো জিতলো রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ০৮:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
৭ ম্যাচ পর অবশেষ এল ক্লাসিকো জিতলো রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এ জয়ে বার্সাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো রিয়াল।
বার্নাব্যুতে প্রথমার্ধে গ্রিজম্যান, আর্থার, মেসিদের আক্রমনে ব্যস্ত ছিলো রিয়ালের রক্ষণ। কিন্তু কেউইই গোলের দেখা পাননি। গোল রক্ষক থিবো কর্তোয়ার কাছেই যেন সব আক্রমন ম্লান হয়েছে বার্সার। তবে, দ্বিতীয়ার্ধটা রিয়াল মাদ্রিদময়। আক্রমণের ধারাবাহিকতায় ৭১ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়াস। এরপর ম্যাচের অন্তিম সময়ে চমক দেখান নবীশ মারিয়ানো। বার্সা গোল রক্ষক স্টেগানকে বোকা বানিয়ে রিয়ালকে দারুন জয় উপহার দেন বদলী হিসেবে নামা এ স্প্যানিশ। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে উৎসাহ দিতে ভিআইপি বক্সে হাজির ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত লসব্লাঙ্কোদের জয়ে উল্লাসে মেতেছেন এ কিংবদন্তী ফুটবলার।