৭ নভেম্বর সারাদেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি ঘোষণা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
 - / ১৬২৩ বার পড়া হয়েছে
 
ধর্মীয় অনুভুতিতে আঘাতের মাধ্যমে অরাজকতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে আগামী ৭ নভেম্বর সারাদেশে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসুচী ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু বিদ্বেষ তৈরী করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আর এভাবে প্রপাগান্ডা ছড়িয়ে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু চিহ্নিত এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর তাই দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন ধর্মীয় সংখ্যালঘুরা।
																			
																		













