৭ দিনের রিমান্ড শেষে জেল হাজতে এসআই আকবর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
সিলেটে নিহত রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ডশেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
আকবরকে পিবিআই’র পক্ষ থেকে আদালতে নেয়া হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আকবরকে আদালতে নেয় পিবিআই। গেলো ১০ অক্টোবর সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেমের আদালত আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য গত ৯ অক্টোবর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে আটক করে পুলিশ। রায়হান হত্যা মামলায় এ নিয়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।