৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস

- আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের ঠিক এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীর মাটিতে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে উল্লাশে মেতে উঠেছিলো।
ফেনী অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অধিনায়ক লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারতের বিলোনীয়া ও তৎসংলগ্ন অঞ্চল থেকে ১০ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে অভিযান চালান। মুক্তিবাহিনী বিলোনিয়া, পরশুরাম, মুন্সিরহাট, ফুলগাজী হয়ে জীবনবাজী রেখে যুদ্ধ করতে করতে এগুতে থাকে।এসময় পাক হানাদার বাহিনী দিশেহারা হয়ে পিছু হটতে থাকে।একপর্যায় পাক হানাদারদের একটি অংশ নোয়াখালীর হয়ে কুমিল্লা সেনানিবাসের রাস্তায় এবং অপর অংশ শুভপুর ব্রিজের উপর দিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। পাক হানাদাররা ৫ ডিসেম্বর রাতে কুমিল্লার দিকে পালিয়ে গেলে ৬ ডিসেম্বর ভোরে ফেনী হানাদারমুক্ত ঘোষণা করা হয়। সেসময় থেকে ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা উৎসবমুখর পরিবেশে প্রতি বছর এই দিনটি উদযাপন করে আসছে।