৫৫ বছর পর চালু হয়েছে নীলফামারী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেলপথ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
৫৫ বছর পর চালু হয়েছে বাংলাদেশের নীলফামারীর চিলহাটি থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেলপথ। এই যাত্রায় মালবাহী গাড়ী চলাচল শুরু করবে। আগামী বছরের স্বাধীনতা দিবসে ঢাকা থেকে চালু হবে যাত্রীবাহী রেল।
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই যাত্রার ঘোষনা দেন। অবকাঠামোর কাছ পুরোপুরি শেষ না হলেও আজ উদ্বোধন করা হয়েছে এই রেলপথের। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সিমান্তে নীলফামারী চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ী হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জেনারেল ম্যানেজার বলেন, এই রেলপথ চালুর মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নবদ্বার উম্মোচিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।



















