৫ম ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষদিন
- আপডেট সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
৫ম ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে, মাদারীপুর ও শিবচরে মেয়র পদে মোট ৫ জন ও কাউন্সিলর পদে ৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি হবে মনোনয়নপত্র যাছাই-বাছাই। ১১ ফেব্রুয়ারি প্রত্যাহার ও ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে।
২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুর ও শিবচর পৌরসভা নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগের খালিদ হোসেন ইয়াদ, বিএনপি’র জাহান্দার আলী জাহান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আসমত আলী ও জাতীয় পার্টির লিয়াকত খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, জিততে পারলে এলাকায় বাল্যবিবাহ বন্ধ ও মাদক প্রতিরোধের অঙ্গীকার করেছেন জামালপুর পৌর নির্বাচনের প্রার্থী খন্দকার মোজাহারুল ইসলাম শামীম। এসময় তিনি এলাকার উন্নয়নে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান। ওদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালায় নির্বাচনী রেলি ও পথসভা হয়েছে।






















