৪১তম শাহাদতবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা

- আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
৪১তম শাহাদতবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মির্জা ফখরুলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইলাম খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা জানাতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পেয়েছিলেন খুব অল্প সময়ে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে শাহাদাত বরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সেক্টর কমান্ডার। তাঁর শাহাদাতবার্ষিকীতে সারাদেশে ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।