৪০০ বখাটে কিশোরের ছবিসহ তালিকা পুলিশের হাতে

- আপডেট সময় : ০৩:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রায় ৪০০ বখাটে কিশোরের ছবিসহ তালিকা এখন পুলিশের হাতে। এসব কিশোর কখন কোথায় যাচ্ছে বা কী করছে, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে। একবার আটক হওয়ার পর ফের নতুন কোনো অপরাধে জড়ালে ছাড় দেয়া হবে না-এমন হুঁশিয়ারিও দেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে কিশোর গ্যাং-ই নয়, তাদের পেছনে থাকা কথিত বড়ভাইদের বিরুদ্ধেও অভিযানের দাবি উঠেছে।
করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোরদের হাতে যেন অফুরন্ত সময়। তবে তাদের বেশির ভাগই আর অলস সময় কাটাতে চায় না। এদের একটা বড় অংশই জড়াচ্ছে নানা অপরাধে।সম্প্রতি বিশেষ অভিযান চালিয়ে কেবল নগরীর থেকেই অন্তত ৪০০ কিশোরকে আটক করে পুলিশ। এরপরই বখাটে কিশোরদের ছবিসহ ডিজিটাল ডাটাবেইজ তৈরি করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট।
পুলিশ কমিশনার আরো বলছেন, কেবল আইন প্রয়োগ করে অপরাধ থেকে কিশোরদের বিরত রাখা কঠিন।এজন্য মূল্যবোধ তৈরিতে তাদের নিয়ে খেলাধূলাসহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠানেরও আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে।এদিকে, কিশোর অপরাধ দমনে পুলিশের এমন উদ্যোগ প্রশংসা পেয়েছে বিভিন্নমহলে। তবে এসব কিশোর গ্যাংয়ের পেছনে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে।
করোনাকাল শেষ হলে কিশোরদের নিয়ে ছোট ছোট দলে ভাগ করে তাদের আইন বিষয়েও সচেতন করতে উদ্যোগ নেবে আরএমপি।