৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি

- আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঢাকা দুই সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শান্তিপূর্ণ হরতার কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের সিটি নির্বাচনে সর্বোচ্চ ৭ শতাংশ ভোট পড়েছে বলেও দাবি করেন। এদিকে, হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু তৎপরতা থাকলেও, রাজধানীতে তেমন প্রভাব পড়েনি।
ঢাকা দুই সিটির নির্বাচনের ফলাফল প্রত্যাখান ও ভোট কারচুপির অভিযোগে, ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। তবে রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে ছাড়া, অন্যত্র কোনো প্রভাব পড়েনি। রাজধানীতে যান চলাচল ছিল স্বাভাবিক।
নয়াপল্টনে, কঠোর পুলিশী পাহারার মধ্যেও বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি কর্মীরা হরতালের সমর্থনে সমাবেশ করে। কর্মসূচিতে অংশ নিয়ে দুই সিটিতে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। কর্মসূচি পালনকালে যানজটের কথা বলে বাধা দেয় পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রতিক্রিয়ায় বলেন, হরতাল গণতন্ত্র বিধ্বংসী অস্ত্র নয়, জনগণে অধিকার আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি। হরতাল শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মিডিয়া ক্যুর মাধ্যমে নির্বাচনের ফলাফল বদলে দেয়া হয়েছে। ইভিএম ব্যবহারের মাধ্যমে পরবর্তী নির্বাচনে ভোট ডাকাতির মহড়া দেয়া অভিযোগ করেন তিনি। ভোটের অধিকার কেড়ে নেয়ায় জনগণের কাছে নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।