৩৩ বছরেও সমন্বিত পরিকল্পনা নেই, অব্যবস্থাপনায় নাকাল সাভার পৌরবাসী

- আপডেট সময় : ০৪:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গেলো ৩৩ বছরেও সমন্বিত কোনো মেগা পরিকল্পনা ছিলো না, সাভার পৌর এলাকায়। তাই, প্রায় ৩ যুগের ধরে নানা অব্যবস্থাপনায় সীমাহীন ভোগান্তির শিকার পৌরবাসী। অপরিকল্পিত নগরায়ণ, যানজট, ড্রেনেজ সংকট আর শিল্পাঞ্চলের দূষণে এই শহর দিনে দিনে বাসবাসের অনুপযোগি হয়ে উঠছে।
মেগা পরিকল্পনা না থাকায়, সাভার পৌরবাসীর কষ্টের যেনো শেষ নেই। সরু রাস্তায় যানজটে আটকে নাকাল হয় শহরবাসী। আর অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট। নদী ও খাল ভরাট করে হয়েছে ভবন নির্মাণ। সেই সাথে পয়নিষ্কাশনের পথও বন্ধ। তাই যেখানে-সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এই এলাকায় অপরিকল্পিত ভাবেই তৌরি হয়েছে শিল্প-কারখানা। তাই, বর্জ্য ব্যবস্থাপনায়ও নেই কোন শৃংখলা। রাসায়নিকের বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকী হয়ে উঠেছে।
নগরবিদরা বলছেন, মেগা পরিকল্পনার অভাবেই কমছে না জনভোগান্তি।
পৌর প্রশাসকও বললেন, দ্রুত সমন্বিত মেগা প্ল্যান ছাড়া নগর উন্নয়ন একদমই সম্ভব নয়।