৩২ বছর সাজা ভোগের পর জল্লাদ শাহজাহান এখন মুক্ত

- আপডেট সময় : ০৪:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৮৭৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝুলানো জল্লাদ শাহজাহান ৩২ বছর সাজা ভোগের পর মুক্তি পেয়েছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার জানান, একটি হত্যা মামলায় মানিকগঞ্জের শাহজাহান ভূঁইয়ার মোট সাজা হয় ৪২ বছর। তার মধ্যে ফাঁসি দেয়ার পুরস্কার হিসেবে সে ১০ বছর রেয়াত পেয়েছে। কারা সূত্র জানায়, শাহজাহান বঙ্গবন্ধু হত্যার ৬ ঘাতক, ৬ যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামী খুকু ও মনির, ডেইজি হত্যা মামলার আসামী হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছে। ১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় দুর্ধর্ষ এই খুনীকে গ্রেপ্তার করে জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে ৩২ বছর কাটায় শাহজাহান। তবে ফাঁসি দেয়ার ডাক পড়লেই তাকে কেন্দ্রীয় কারাগারে আনা হতো।