৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
- আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ৩০ নভেম্বর পূর্ব নির্ধারিত শেষদিনে উপচে পড়া ভিড় ছিলো রাজধানীর কর অঞ্চলগুলোতে। নির্ধারিত সময়ের মধ্য রিটার্ন জমা দিতে করদাতাদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকাসহ বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হয়। এদিকে, বিভিন্ন জটিলতার কারণে এ বছর অনলাইনে রিটার্ন জমা সম্ভব হয়নি জানিয়ে, আগামী বছর থেকে সবগুলো কর অঞ্চলে অনলাইনে রিটার্ন গ্রহণ করা হবে বলে জানান কর কর্মকর্তারা।
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ৩০ নভেম্বর পূর্ব নির্ধারিত শেষদিনে উপচে পড়া ভিড় ছিলো রাজধানীর কর অঞ্চলগুলোতে। নির্ধারিত সময়ের মধ্য রিটার্ন জমা দিতে করদাতাদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকাসহ বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হয়। এদিকে, বিভিন্ন জটিলতার কারণে এ বছর অনলাইনে রিটার্ন জমা সম্ভব হয়নি জানিয়ে, আগামী বছর থেকে সবগুলো কর অঞ্চলে অনলাইনে রিটার্ন গ্রহণ করা হবে বলে জানান কর কর্মকর্তারা। এস কে সৌরভের প্রতিবেদন।


























