৩০ জনের লাশ বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করার প্রস্তুতি চলছে

- আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
৩০ জনের লাশ বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করার প্রস্তুতি চলছে। এর আগে এক সাথে নিহত ৩০ জনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
৪২টি মৃত দেহের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরও পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে। জানাজা শেষে এখন বরগুনা পোটকাখালী গণকবরে ৩০ জনের দাফন সম্পন্ন হবে। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলছিটির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। আহত হয়েছেন শতাধিক।