২৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০টি প্রকল্প অনুমোদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
২৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রকল্পগুলোত ২৯ হাজার ৩৪৪ কোটি টাকার মধ্যে ১১ হাজার ৩ কোটি টাকা সরকার অর্থায়ন করবে। বাকি ১৮ হাজার ৯৩২ কোটি টাকা বিদেশি ঋণ থেকে আসবে। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দু’টি করে প্রকল্প রয়েছে।