২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন

- আপডেট সময় : ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটের দিন তিন স্তরের নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য। আর যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে থাকবে ভ্রাম্যমান আদালত। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে মোবইল কোর্ট।
ক্যাম্পাসের নয়টি ভবনে স্থাপন করা হয়েছে ১৭টি ভোটকেন্দ্র। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মোট ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য থাকছে ৯৯০টি বুথ। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। নির্বাচনের সকল প্রস্তুতিই সম্পন্ন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে থাকবে তিন স্তরের নিরাপত্তা। মোতায়েন করা হবে আইনশৃংখলা বাহিনীর দুই হাজার সদস্য। ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে। স্থাপন করা হবে স্ক্যানার। প্রতিটি ভোটকেন্দ্রকে ঘিরেও থাকবে কড়া নিরাপত্তা।
যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে থাকবে ভ্রাম্যমান আদালত। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।
নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। ডাকসু ও জাকসু’র পর এবার সকলের দৃষ্টি রাকসুর দিকে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সকলের।