২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

- আপডেট সময় : ০৮:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উন্নয়নে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সভাশেষে পরিকল্পনামন্ত্রী জানান, দ্রুতই এ প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগারগাওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় চলতি অর্থ বছরের ২২তম সভা। সভায় মোট নয়টি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে সরকার ব্যয় করবে ৬ হাজার ১৫১ কোটি ২৬ লাখ টাকা। এরমধ্যে বিভিন্ন সংস্থা খরচ করবে ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ টাকা ও বৈদেশিক ঋণ ১৫ হাজার ৭৪৮ কোটি ৭৬ লাখ টাকা।
অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ। এটি বাস্তবায়নে প্রায় তেরো হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুতই শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্পে ৩ হাজার ৮’শ ৫৫ কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক। এটি বাস্তবায়ণ করবে ঢাকা ওয়াসা। এছাড়াও পায়রা নদীর উপর প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণেও ১ হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।