২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় বিদেশ ফেরত কয়েক হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় বিদেশ ফেরত কয়েক হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শিশুসহ আইসোলেশনেও রয়েছেন অনেকে। অন্যদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ব্যাপক তৎপরতায় ওষুধ ও মুদি দোকান ছাড়া বন্ধ রয়েছে মার্কেট ও দোকান।
ময়মনসিংহে বিদেশ ফেরত ৭৩৮ জনের মধ্যে ৩শ’ জন ১৪ দিন সফলভাবে হোম কোয়ারেন্টাইন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। বর্তমানে বিদেশ ফেরত ৪৩৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
নেত্রকোণায় আরো ১২ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ১৮৯ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে এখন পর্যন্ত স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হয়নি বলে জানান জেলা সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম।অন্যদিকে করোনা ভাইরাস আক্রান্তের ভয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে গেছে।
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১শ’ ১৫ জনসহ মোট ৮শ’ ১৩জন হোম কোয়ারেন্টাইনে আছে। গত ২৪ঘন্টায় মোট ৮৫জন হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৬৯ জন হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন।
পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরও ১৮ ব্যাক্তিকে হোম কোয়ারেন্টেইনের আওতায় আনা হয়েছে। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩’শ ২১ জনের। বর্তমানে ৩৬৮জন হোম কোয়ারেন্টেইনে রয়েছে।
করোনা ভাইরাস সন্দেহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলোশন ইউনিটে ২ জনকে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২ টায় তাদেরকে ভর্তি করা হয়।
করোনা ভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২০ জনসহ বিদেশ ফেরত ৩১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৪৩ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। ইতালি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ৫শ’ ৪০ জন প্রবাসী ফিরে এসেছেন।
পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে।সিভিল র্সাজন জানান, সবমোট ৭৮৯ জন হোম কোয়ারন্টোইনে রয়েছে। তবে জেলার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঈশ্বরদী উপজেলায়।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
রংপুরে বিদেশ ফের ১শ’ ৭৫ জনকে হোম কোয়াইন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। ওই শিশুর বয়স ৭ মাস। চিকিৎসা জানান, ২৩ মার্চ শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ৫৬ জন সহ ৫১৯ জন বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন বলেন,৩৬ জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
জামালপুরে করোনা ভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত জেলার ৭ উপজেলায় বিদেশ ফেরত ৫০৪ জন কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।তবে জেলায় এখন পর্যন্ত কোন করোনা ভাইরাসের রোগী সনাক্ত হয়নি।
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সকাল পর্যন্ত ২৯৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ সন্দেহে একজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে আরো ৩৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় বিদেশ থেকে আসা মোট ৫২৬ জনকে কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়াও মুন্সীগঞ্জের জেলার ছয় উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৩৩ জনসহ মোট ৪২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।