২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১১, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জন করে, নাটোরে ২ এবং নওগাঁয় ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ, ১৫ জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হবার পর মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭, টাঙ্গাইলের ৫, গাজীপুরের ২ এবং নেত্রকোণা ও শেরপুরের ৩ জন করে ছিলেন।
খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জন মারা যান।
এছাড়া- করোনা আক্রান্ত হয়ে একদিনে বগুড়ায় ১৫, চট্টগ্রামে ৬, সাতক্ষীরায় ৫, ঠাকুরগাঁওয়ে ৩, ঝিনাইদহে ২ ও দিনাজপুরে ৩ জনের মৃত্য হয়েছে।





















