২৪ ঘণ্টায় করোনায় বিভিন্ন জেলায় ৮২ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, সিলেট ও সাতক্ষীরায় ৮২ জনের মৃত্যু হয়েছে।
একদিনে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৩ জন এবং নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার রয়েছেন একজন করে।
এদিকে, যশোরে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫০ জনের।
অন্যদিকে খুলনার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
ওদিকে, ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৯ জন মারা গেছেন।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় বরিশালে ৭ জন, কুষ্টিয়ায় ৭ জন, সিলেটে ১ জন, গোপালগঞ্জে দুই নারীসহ ৫ জন ওএবং সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ ৫ জন মারা গেছেন।