২১ দিনের জন্য লকডাউন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
শনিবার সকাল ৬টা থেকে ২৫ জুলাই পর্যন্ত ২১ দিনের জন্য লকডাউন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা।
এসময় যাতায়াত সুবিধার জন্য এলাকার দুটি পথ খোলা থাকবে। বাকি পথগুলো বন্ধ করে দেয়া হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। করোনার নমুনা সংগ্রহ করার জন্য বিশেষ বুথ থাকবে এবং সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে। দক্ষিণ সিটির হিসেবে, ওয়ারী এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের জন্য মীনাবাজার ও স্বপ্নসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করা হবে। আর স্বাস্থ্য অধিদফতর থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে পালন করা হবে।