২০২৫ সালের মধ্যে দেশে আর কোন শিশু শ্রম থাকবে না: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
২০২৫ সালের মধ্যে দেশে আর কোন শিশু শ্রম থাকবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় গণভন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। তবে পরিবার ও ঐতিহ্যের সাথে যুক্ত কাজগুলো শিখতে দেয়া যাবে বলে জানান তিনি। সরকার প্রধান আরো বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলে অনেক মালিক টাকা দেয়া। সেটা দু:খজনক। শ্রমিক কল্যান তহবিলে মালিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শ্রমজীবি মানুষের জীবন মান উন্নয়নে আওয়ামী লীগ সরাকরই একমাত্র কাজ করে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।