২০২২-২৩ বছরের বাজেট নিয়ে সমাপনী আলোচনা হবে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
২০২২-২৩ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে আজ সমাপনী আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আলোচনা করবেন।
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদেরও যোগ দেয়ার কথা রয়েছে।
বিকেলে স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এদিন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রিদের জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সরকারের আর্থিক প্রস্তাবাবলি, কার্যকরণ ও কয়েকটি আইন সংশোধনের জন্য আনা বিলটি দ্রুত বিবেচনার জন্য উপস্থাপন করবেন।