২০২২ সালের মধ্যেই চট্টগ্রামের সঙ্গে রেলপথে কক্সবাজারকে সংযুক্ত করা হবে : রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের সঙ্গে রেলপথে কক্সবাজারকে সংযুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই সময়ের মধ্যে বেহাত হয়ে যাওয়া রেলের ভূমিও উদ্ধার করার ঘোষণা দেন তিনি।
দুপুরে পটিয়া এবং চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত দুটি ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের মাধ্যমে রেলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রেলকে টেনে তুলেছে। এখন প্রতিটি জেলাকে রেল-সংযোগের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। অচিরেই সব লক্ষ্য পুরণ হবে বলে আশার কথা জানান মন্ত্রী। এসময় জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, স্থানীয় এমপি মোছলেম উদ্দিন আহমেদ ও নজরুল ইসলামসহ রেলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















