২০২১-২২ মৌসুমের সূচী প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ

- আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
২০২১-২২ মৌসুমের সূচী প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ১৫ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর। অক্টোবরে ফুটবলপ্রেমীরা উপভোগ করবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।
সেল্টা ভিগোর মাঠে শুরু হবে অ্যাটলেটিকোর শিরোপা ধরে রাখার অভিযান। আসর শুরুর প্রথম দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। গ্যালাক্টিকোদের শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু করবে আলাভেসের মাঠে। বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। দশম রাউন্ডে হবে লিগের প্রথম এল ক্লাসিকো। আগামী ২৪ অক্টোবর ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। পরের বছর ২৯তম রাউন্ডে আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। রিয়ালের মাঠে ম্যাচটি হবে ২০ মার্চ। ১২ ডিসেম্বর ১৭তম রাউন্ডে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব- রিয়াল ও অ্যাটলেটিকো। ফিরতি লেগ ৮ মে। ক্লাসিকোর আগে অষ্টম রাউন্ডে ৩ নভেম্বর অ্যাটলেটিকোর মাঠে খেলবে বার্সেলোনা। ২৩তম রাউন্ডে চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিরতি লেগ খেলবে বার্সা।