২০০৭ সালের এই দিনে আঘাত হানে ঘূর্নিঝড় সিডর
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
 - / ১৫৯২ বার পড়া হয়েছে
 
আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের এই দিন রাত ৯টায় পটুয়াখালীর উপকূলে আঘাত হানে ঘূর্নিঝড় সিডর, কেড়ে নেয় ৬৭৭ জন মানুষের প্রাণ।
আহত হয় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ, যাদের মধ্যে ২ হাজার মানুষ হয়েছে প্রতিবন্ধী। এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ। বিধ্বস্ত হয় ৫৫ হাজার ঘর-বাড়ি, দেড় হাজার মসজিদ-মন্দিরসহ ৩৫১টি স্কুল ও কলেজ। নষ্ট হয়ে যায় প্রায় ৫ লক্ষ একর ফসলি জমি, বিলীন হয় ২৫০ হেক্টর বনাঞ্চল। মারা যায় প্রায় ১৮ হাজার গবাদি পশু। ৪১২টি ড্রেনেজ স্লুইজসহ বিধ্বস্ত হয় কয়েশ কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের ১৩ বছর অতিবাহিত হলেও পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। নির্মাণ হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার।
																			
																		













