২০ মার্চ থেকে টিসিবি’র পণ্য বিক্রিতে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৭৬২ বার পড়া হয়েছে
২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রিতে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড। ঢাকা সিটি করপোরেশনের বাইরের অঞ্চলে এ কার্যক্রম শুরু হবে।
ফ্যামিলি কার্ড দিয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে জীবন নির্বাহে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবি চাল, ডাল, চিনি, তেল ও পেঁয়াজের মতো কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে।










