২০ বছর পর পুনরায় চালু হলো আরিচা-কাজিরহাট নৌ রুটের ফেরি সার্ভিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
২০ বছর পর পুনরায় চালু হলো আরিচা-কাজিরহাট নৌ রুটের ফেরি সার্ভিস।
সকাল সাড়ে ১০টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ফেরিঘাট থেকে ফেরি সার্ভিস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় স্থানীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া নামের দু’টি ফেরি এ রুটে যুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট পরিদর্শনে যান। পরে, মতিউর রহমান ফেরিটি ১৫টি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়। প্রসঙ্গত, ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নাব্য সংকটের কারণে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। নতুন এ ঘাট নির্মাণ ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।
















