২ঘন্টা জিম্মি থাকার পর মুক্ত হলেন এসএটিভির সিনিয়র রিপোর্টার রিয়াদ আহসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
অজ্ঞাতনামা দুর্বৃত্তের হাতে ২ঘন্টা জিম্মি থাকার পর মুক্ত হলেন এসএটিভির সিনিয়র রিপোর্টার রিয়াদ আহসান। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গুলশান একের ১৩১ নাম্বার রোড থেকে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নিকেতন ১ নাম্বার রোডে ফেলে যায় তারা।
বর্তমানে বনানী ক্লিনিকে চিকিৎসাধীন আছে রিয়াদ আহসান। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় গুলশান থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। রিয়াদ আহসান বলেন, গুলশান-১ এর ১৩১ নাম্বার রোড থেকে ঔষধ কিনতে এক নাম্বারের দিকে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়া হয়। পরে একটি বাসায় নিয়ে মাথায় আঘাত করে। এসময় তার মোবাইল থেকে সিম এবং মোবাইলে থাকা সব ডকুমেন্টও নিয়ে নেয় তারা। তবে কারা এঘটনা ঘটিয়েছে এই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।























