১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় শোভাযাত্রায় জনসমাগম ঘটাতে চায় বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় শোভাযাত্রায় জনসমাগম ঘটাতে চায় বিএনপি। টানা হরতাল-অবরোধের বাইরে আন্দোলনে ভিন্নতা আনতে চাইছে বিএনপি।
১৬ ডিসেম্বর শোভাযাত্রার মধ্য দিয়ে সেই অভিযাত্রা শুরু করতে চায় দলটি। আগামীকালই প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কর্মসূচি দিয়েছে দলটি। সেখান থেকেই বিজয় রেলি করার পরিকল্পনা রয়েছে। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। শোভাযাত্রার অনুমতি চেয়ে ইতোমধ্যে ডিএমপিতে আবেদন করেছে দলটি। এদিকে, ২৮ অক্টোবরের পর থেকেই বদলে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ। বিএনপি সমর্থকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। পালিয়ে বেড়াচ্ছেন নেতা-কর্মীরা। এমন প্রতিকূলতায় লম্বা সময় ধরে আন্দোলন টানতে বেশ বেগ পেতে হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।