১৫ মার্চ ১৯৭১ এই দিনে

- আপডেট সময় : ০২:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
১৫ মার্চ ১৯৭১।একাত্তরের উত্তাল এই দিনে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।
এদিনেও সারা বাংলায় অফিস আদালতে পূর্ণ কর্মবিরতি চলে। রাজধানী ঢাকায় দিনব্যাপী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ভবনের শীর্ষে এবং যানবাহনে কালো পতাকা ওড়ানো হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় করাচী থেকে ইয়াহিয়া খান ১৫ মার্চ ঢাকা বিমান বন্দরে অবতরণে করেন। বিমানবন্দরে সামরিক গভর্নর লে. জেনারেল টিক্কা খান তাকে স্বাগত জানান। কোন সাংবাদিক ও বাঙালীকে এসময় বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হয়নি। দ্রুত তিনি প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেন।স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রামের একটি মিছিল ইয়াহিয়া খান অবস্থানের পর প্রেসিডেন্ট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং শ্লোগান দিতে থাকে। এদিন সাংবাদিক, সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন “সিতারা-ই খিদমত”, অধ্যাপক মুনীর চৌধুরী “সিতারা-ই ইমতিয়াজ”, নাটোরের জাতীয় পরিষদ সদস্য শেখ মোবারক হোসেন “তমঘা-ই-পাকিস্তান” ও ফরিদপুর প্রাদেশিক পরিষদ সদস্য শেখ মোশাররফ হোসেন “তমঘা-ই কয়েমে আজম” পাকিস্তান সরকারের দেয়া খেতাব বর্জনের ঘোষণা দেন।