১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
তিন দেশে ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন। এসময় মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কুটনীতিক, তিন বাহিনীর প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জাপানের স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি টোকিওর হানেদা বিমান বন্দরে অবতরণ করলে লালগালিচা সংবর্ধনা দেয়া হবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন।
চার দিনের সফরে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। ২৬ এপ্রিল তিনি জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। পরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাবেন। সেখান থেকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।