১৫ দফা দাবিতে বেনাপোল স্থলবন্দরে চলছে কর্মবিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মোটরযান মালিকদের ওপর আরোপিত বর্ধিত আয়কর বাতিল ও চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ১৫ দফা দাবিতে বেনাপোল স্থলবন্দরে চলছে কর্মবিরতি।
ভোর ছ’টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে পণ্য পরিবহণ শ্রমিকরা।। দাবি মেনে নিলেই এই যৌথ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানান মালিক-শ্রমিকরা। তারা আরো জানান, ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেয়া যাবে না। এ পর্যন্ত নেয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। অবিলম্বে লাইসেন্স দেয়া চালু করতে হবে। কর্মবিরতির ফলে বেনাপোল স্থল বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন থেকে বিরত রয়েছে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।