১৫ আগস্ট নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য আদালত অবমাননার সামিল : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
১৫ আগস্ট নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য আদালত অবমাননার সামিল। আইনের প্রতি অশ্রদ্ধা রেখে এ বিষয়ে তিনি বেশ কিছু অশালীন মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বেগম জিয়ার চার পাঁচটি জন্মদিনের কোনটাই ১৫ আগস্ট নয়। তারা ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডকে সমর্থন করে বলেই বিএনপির পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করত বলেও অভিযোগ করেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানান, বেগম খালেদা জিয়ার একাধিক জন্মতারিখ বানিয়ে জনসাধারনের কাছে তাকে হাস্যাষ্পদ পরিনত না করার জন্য।























