১৫ আগস্ট জন্মদিন পালনের জন্য খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালনের জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে দেয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীর ধানমন্ডিতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, মহামারীর এই পরিস্থিতিতে সরকারের সমালোচনা না করে বিএনপিসহ সকলকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বেগম জিয়ার ভূয়া জন্মদিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি।এ সময় সরকারের বিরুদ্ধে বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত আলেম ওলামা ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনায় আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে দাড়িয়েছে।পরে, সংগঠনের নেতাদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।