১৪ বছর পর ধরা পড়েছে বাগেরহাটের মুহিত

- আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যার ১৪ বছর পর ধরা পড়েছে বাগেরহাটের মুহিত হোসেন শেখ। সকালে বাগেরহাট জেলার ফকিরহাটের কাটাখালী থেকে মুহিতকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।
আট বছর আগে এই হত্যা মামলায় তাকে ফাঁসির আদেশ দেয় আদালত। দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে নেয়া হলে মুহিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ গাজী রহমান। মামলা সূত্রে জানা যায়, পরকিয়ায় বাঁধা দেয়ার অপরাধে ২০০৬ সালের ১৪ অক্টোবর শ্বাসরোধে স্ত্রী শাফি বেগমকে হত্যা করে মুহিত হোসেন শেখ। শাফি বেগমের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা থেকে বাঁচতে তিন মাস পর ভাতের সাথে বিষ মিশিয়ে নিজের ৭ বছর বয়সী কন্যা সন্তান শিরিনকেও হত্যা করে মুহিত। মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশীট ও সাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১২ সালে আদালত মুহিতের ফাঁসির আদেশ দেন। ১৪ বছর ধরে পলাতক ছিল মুহিত।