১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে বাসভবন থেকে ব্রিফিংকালে এ কথা জানান তিনি। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। ওবায়দুল কাদের বলেন, চলতি সপ্তাহের চলমান লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়নি। এসময় করোনার এমন ভয়াবহ পরিস্থিতির জন্য জনগণের অবহেলা ও উদাসীনতাকে দায়ী করে জনস্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। এছাড়া ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।






















