১৩ বছর পর ঘরের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
১৩ বছর পর ঘরের মাটিতে টেস্ট জিতলো পাকিস্তান। শ্রীলঙ্কাকে ২৬৩ রানে হারিয়ে ১-০তে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা।
৬ উইকেটে ২১২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম বলেই নাসিম শাহর শিকার হন দিলরুয়ান পেরেরা। পরের বলে এম্বুলডেনিয়াকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা তৈরি করেন নাসিম। একাই লড়াই করা ওশাদা ফার্নান্দোকে বিদায় করেন ইয়াসির শাহ। পঞ্চম দিনে কোন রান যোগ না করে ৪ উইকেট হারিয়ে ২১২ রানে অল আউট হয় লঙ্কান শিবির। ক্যারিয়ারের প্রথমবারের মত ৫ উইকেট পান নাসিম শাহ। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৯১ রানের জবাবে শ্রীলঙ্কা তুলেছিলো ২৭১ রান। প্লেয়ার অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট হয়েছেন আবিদ আলী।