১২ জেলায় আরো ৩০৫ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ১২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১৬৯ জন, ময়মনসিংহে ১৩ জন, দিনাজপুরে ২৬ জন, গোপালগঞ্জে ১৫ জনসহ ১২ জেলায় আরো ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ২টি ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত নতুন আরো ১৬৯ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
ময়মনসিংহে পুলিশ ও গার্মেন্টস কর্মীসহ নতুন আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৭০ জনের করোনা শনাক্ত হলো।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন আরো ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২১৪ জন।
গোপালগঞ্জে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে।
অতীতের রেকর্ড ছাড়িয়ে ফেনীতে একদিনেই নতুন করে দুই পরিবারের ১৪ জনসহ মোট ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে। আর মৃত্যু হয়েছে ৩ জনের।
বরগুনায় নতুন আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
পঞ্চগড়ে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৪ জন এবং মারা গেছেন ২ জন।
কুষ্টিয়ায় আরো ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫৭ জন।
মাদারীপুর জেলায় আরো ১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১শ’ জনে।
মেহেরপুরের গাংনীতে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মানিকগঞ্জে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মানিকগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪০ জনে।
চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসিসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯০ জনে।