১১ দফা দাবিতে ফের আমরণ অনশন শুরু করেছে চট্টগ্রামের ৯ টি পাটকলের শ্রমিকরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন শুরু করেছে চট্টগ্রামের ৯ টি পাটকলের শ্রমিকরা।
রোববার দুপুর থেকে এই কর্মসুচী শুরু করে তারা। শ্রমিকদের সবচেয়ে বড় কর্মসূচী পালিত হচ্ছে আমিন জুট মিলের সামনে। পরিবার পরিজন নিয়ে মিলের গেটে অবস্থান নিয়েছে শ্রমিকরা। খোলা আকাশের নিচেই রাত কাটায় তারা। আন্দোলনরত শ্রমিকরা বলেন, সরকার বার বার তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও বিজেএমসির অসহযোগিতার কারণে তা আজো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাবার পাশাপাশি রাজপথ ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসুচীরও হুশিয়ারী দেয় শ্রমিকরা।