১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন অ্যাডাম পিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন অ্যাডাম পিটি। গ্রেট বৃটেনকে এনে দিলেন আসরের প্রথম স্বর্ণ।
৫৭ দশমিক তিন সাত সেকেন্ড সময় নিয়েছেন পিটি। নেদারল্যান্ডসের আর্নো কামিনগা রৌপ্য ও ইতালির নিকোলো মার্তিনেগি জিতেছেন ব্রোঞ্জ। ২০১৬ সালে রিও অলিম্পিকেও এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন অ্যাডাম পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রাকের বিশ্বরেকর্ডেরও মালিক তিনি। এদিকে, নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন কানাডার মার্গারেট ম্যাকনেইল। ২১ বছর বয়সী এ সাঁতারুর প্রথম অলিম্পিক স্বর্ণ। তিনি সময় নেন ৫৫ দশমিক পাঁচ নয় সেকেন্ড। তারচেয়ে দশমিক ৫ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য জিতেছেন চীনের ঝ্যাং উফেই। অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন পেয়েছেন ব্রোঞ্জ।