১শ’ দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম সিটি মেয়র
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
 - / ১৫৭১ বার পড়া হয়েছে
 
মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ১শ’ দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
সকালে নগরীর চাঁন্দগাও থানার সামনে থেকে এই কর্মসুচীর উদ্বোধন করেন তিনি। এসময় দায়িত্বগ্রহণের প্রথম ১’শ দিনের মধ্যে নগরবাসীকে পরিস্কার পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার পাশাপাশি আগামী ৫ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সারা দেশের মধ্যে একটি মডেল সিটি কর্পোরেশনে পরিণত করার প্রত্যয় জানান রেজাউল করিম চৌধুরী। এছাড়া মশা নির্মুলে ঢাকা সিটি কর্পোরেশনকে অনুসরণ করার ঘোষণাও দেন তিনি। জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র নেয়া প্রকল্পের বাইরে সিটি কর্পোরেশনের আওতাধীন সবগুলো নালা নর্দমা ও খাল বর্ষা মৌসুমের আগে পরিস্কার করার নির্দেশনাও দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র।
																			
																		














