হেফাজতের হরতাল ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
হেফাজতের হরতাল ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-রেবের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবি।
যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। এদিকে হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। হরতালে আনুষ্ঠানিক সমর্থন না জানালেও বিষয়টিকে যৌক্তিক বলেছে বিএনপি। অন্যদিকে, হেফাজত হরতালের নামে যাতে কোনো নাশকতা ও সহিংসতা চালাতে না পারে, সে জন্য মাঠে রয়েছে আওয়ামী লীগ। এছাড়া হরতালে রাজধানীতে যানবাহন চলাচল তুলনামুলক কম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভ, সমাবেশ ও সংঘর্ষে নিহতর ঘটনার জেরে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম।