হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ট্রেনটি প্রায় আড়াই মাস পর সচল ব্রাহ্মণবাড়িয়ায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ট্রেনটি প্রায় আড়াই মাস পর আজ থেকে সচল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় স্বস্তি বেড়েছে এলাকাবাসীর মধ্যে।
তিতাস কমিউটার ট্রেন মঙ্গলবার ভোরে প্রথম যাত্রাবিরতি করে। আজ থেকে সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, তিতাস কমিউটার ও কর্ণফুলী কমিউটার ট্রেন থামবে এই স্টেশনে। আগামীকাল থেকে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস এই স্টেশন পেরুনোর সময় যাত্রাবিরতিতে থাকবে। এ বছরের ২৬ মার্চ হেফাজতের সহিংসতা চলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে। ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা স্টেশন রুমে। অচল হয়ে পড়ে স্টেশনের সিগনাল ব্যবস্থা। ২৭ মার্চ থেকে সব ধরনের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।






















