হিলি স্থলবন্দরে রফতানি বন্ধ ভারতীয় ব্যবসায়ীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিংসহ বিভিন্ন জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে ভারতের রফতানিকারক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলা হয়েছে। তারা জানিয়েছে, তাদের পার্কিংয়ে কোনও একটা সমস্যা হয়েছে। যা পাথর রফতানিতে মূল সমস্যা। সেই সঙ্গে ওভারলোডিংয়ের সমস্যাও রয়েছে। আগে পার্কিংয়ে প্রতিটি ট্রাক থেকে এক’শ টাকা করে নেওয়া হতো। এখন সেটি বাড়িয়ে ৪শ’ করা হয়েছে। পার্কিংয়ে ট্রাক দাঁড়িয়ে থাকলে আগে সারাদিনে ৩০ টাকা দিতে হতো। এখন বাড়িয়ে ঘণ্টায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।










