হিউম্যান রাইটস ওয়াচের সর্বশেষ প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচের সর্বশেষ প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। ‘হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি কোনোভাবেই বাস্তবসম্মত নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশের ব্যক্তিবিশেষের কাছ থেকে তথ্য নিয়ে তাদের স্বার্থরক্ষা ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এ ধরনের বিবৃতি দেয়া তাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া সরকার ওমিক্রন প্রতিরোধের নামে বিএনপি দমনে বেশি সচেষ্ট– এমন অভিযোগের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ওমিক্রন প্রতিরোধ না করে, ছড়াতে চায় কিনা সেটিই এখন প্রশ্ন।