হালনাগাদ তালিকায় মোট ভোটার প্রায় ১১ কোটি ৩৩ লাখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।
ভোটার তালিকায় পুরুষ ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯, নারী ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন। জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর তা করা হয়নি। তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।










