হালদায় ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ প্রজাতির মাছ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশীয় মাছের একমাত্র প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ প্রজাতির মাছ।
তবে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় লবণাক্ততার কারণে স্মরণকালের সবচেয়ে কম ডিম আহরণ করেছে জেলেরা। তাদের দাবি, দখল দুষণ রোধ ও মা মাছ সুরক্ষার দিক থেকে ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে থাকলেও শুধুমাত্র প্রকৃতি অনুকুলে না থাকায় আশা অনুরূপ ডিম পাননি তারা। আর মৎস কর্মকর্তা ও হালদা গবেষকদের দাবি, বর্ষা মৌসুমের ৬ টি জোয়ের মধ্যে ৪ টি জো চলে গেলেও সামনে আরো দুটি জো আছে। তাই এর মাঝে পর্যাপ্ত বৃষ্টি হলে আগামী অমাবশ্যার জোতে ফের ডিম ছাড়তে পাড়ে মা মাছ।