হার দিয়েই নতুন মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
হার দিয়েই নতুন মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ফেঞ্চ লিগ ওয়ানের নবাগত দল লেঁসের কাছে ১-০ গোলে হেরেছে ফরাসী জায়ান্টরা।
করোনায় আক্রান্ত নেইমার, ডি মারিয়া ও এমবাপ্পেসহ নিয়মিত ৭ জনকে ছাড়াই মাঠে নামে পিএসজি। এই সুযোগটা কাজে লাগায় নবাগত দল লেঁস। তারকাদের ছাড়া খেলতে নেমে বল দখলের লড়াইয়ে আধিপত্য থাকলেও তা থেকে সুবিধা নিতে পারেনি পিএসজি। উল্টো খেলার ৫৭ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে বর্তমান চ্যাম্পিয়নরা। ক্যামেরুনের ফরোয়ার্ড ইগনেসিয়া দলকে এগিয়ে নেন। খেলার বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি পিএসজি। ফলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়ে গত তিনবারের চ্যাম্পিয়নরা। রোববার ঘরের মাঠে মার্সেইয়ের মুখোমুখি হবে তারা।