হামলায় হানাদার বাহিনীকেও হার মানিয়েছে আওয়ামী লীগ : ফখরুল

- আপডেট সময় : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সারাদেশে চলমান আন্দোলনে ভীত-সন্ত্রস্ত হয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাতের অন্ধকারে বিএনপি নেতাদের বাড়িতে হামলা চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকেও আওয়ামী সন্ত্রাসীরা হার মানিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
জ্বালানি তেল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গুম-খুনের প্রতিবাদে দেশজুড়ে বিএনপি’র চলমান কর্মসূচির সবশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এতে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি’র আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ভীত হয়ে; আওয়ামী সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে সরকার।
হত্যার উদ্দ্যেশে যশোরে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে এবং রাতের অন্ধকারে বিএনপি নেতাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। চলমান আন্দোলন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব।
এর আগে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানো হবে।