হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ
- আপডেট সময় : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৭২১ বার পড়া হয়েছে
ডাকসু ভিপি নূর ও সহযোগীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নূরের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার পাশাপাশি কেন বহিরাগত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে অবস্থান করছিলো, সেটাও তদন্ত হওয়া প্রয়োজন।
আট দফায় হামলার মুখে পড়েছেন ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীরা। সর্বশেষ রোববার মধুর কেন্টিনে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার শিকার হন তারা।
ঘটনাটি নিন্দনীয় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক।সর্বোচ্চ মহল থেকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।
ওবায়দুল কাদের বলেন, হামলাকারীরা সরাসরি ছাত্রলীগের কেউ না। পরিচয় যাই হোক প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
কিন্তু হাছান মাহমুদ বলেন, ভারত নিয়ে কথা বলা নুরের কাজ নয়। তাছাড়া বহিরাগত নিয়ে অন্য কোন উদ্দেশে নুর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলো কি-না সেটাও খতিয়ে দেখা উচিৎ।
মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় নুরসহ আহত ২৫ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

















